The power of Mindset.
তিতলী পারুক বা না পারুক,
কিন্তু আপনি পারবেন।
আমাকে দিয়ে কিছু হবে না, ক্লাসে ৮ এর একটা ছাত্র ঘন্টার পর ঘন্টা কোডিং করে, কিন্তু আমি "Hello world " লিখলে ও কোড ইরোর দেখায়।
ধ্যাত! আর করব না কোডিং।
আমাদের এই ছেড়ে দেওয়া, হেরে যাওয়া মানসিকতা। এই সমস্যাটাকে সম্ভাবনা করে, একজন মার্কিন লেখক বেস্ট সেলার হয়েছে।
তার এই অসাধারণ বইটা হল "Mindset The new psychology of success." by Carol Dweck.
কী এই মাইন্ড সেট???
মাইন্ডসেট আমাদের মানসিকতা, আমাদের চিন্তাশীলতা, যা আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্যে করে।
আমাদের সিধান্ত গুলো আমাদের সামনের পদক্ষেপ গুলো কেমন হবে, তা নির্ধারণ করে।
আমরা অনেকেই আমাদের সমস্যা গুলো কে বাধা মনে করে থেমে যাই, আর আমরা যখন না থেমে সমস্যা গুলো সমাধানের চেষ্টা করি চিন্তাশীল মানসিকতার দ্বারা তখনই আমাদের সমস্যা গুলো সম্ভাবনার রূপ নেয়।
Carol Dweck তার লেখা বই Mindset The new psychology of success বইয়ে এমন দুইটি মানসিকতা বা মাইন্ডসেট এর কথা বলেছেন।
একটি হল ফিক্সড মাইন্ডসেট, অপরটি গ্রোথ মাইন্ডসেট।
#Fixed Mindset বা স্থির মানসিকতা।
আমরা যখন হেরে গিয়ে বা সফল হচ্ছি না বলে ছেড়ে দিয়ে বসে যাই। এটাকেই বলে স্থির মানসিকতা বা ফিক্সড মাইন্ডসেট।
Fixed mindset আমদের potential কে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে আমারা সাফল্যের আগেই লক্ষ্য বস্তু থেকে হারিয়ে যাই।
১ম যেমন কোডিং এর কথা বললাম।
আবার ব্যাতিক্রম আছে, যখন কোন কিছু নিয়ে ওভার কনফিডেন্ট হয়ে নিজেদের দক্ষতা গুলো অনুশীলন করা ছেড়ে দেই সেটা ও এক প্রকার ফিক্সড মাইন্ডসেট। এর জলজ্যান্ত উদাহরণ হল এক সময়ে মোবাইল ইন্ডাস্ট্রি লেজেন্ড নোকিয়া।
কবিগুরু রবীন্দ্রনাথের লেখা গান
"আমি ভয় করব না ভয় করব না।
দু বেলা মরার আগে মরব না, ভাই, মরব না॥"
এমন মানসিকতা হল গ্রোথ মাইন্ডসেট। অর্থাৎ, আমাদের ফিক্সড মাইন্ডসেট এর পরিবর্তন করার প্রক্রিয়াই গ্রোথ মাইন্ডসেট।
Growth Mindset এর দৃষ্টান্ত আমাদের চোখের সামনে অনেক, এবং প্রায় আমরা সবাই জানি।
KFC এর চাকরি না পাওয়া চাইনিজ উদ্যোক্তা কিংবা Alibaba এর প্রতিষ্ঠাতা Jack Ma.
বই না পড়লে সিনেমা অবশ্যই দেখেছি, বিখ্যাত হ্যারি পটার রচিয়তা,J K Rowling. যিনি কিনা ১২ বার পাবলিশার্স এর দ্বারা রিজেক্ট হয়েছেন হ্যারিপটার পাবলিশ হওয়ার পূর্বে।
ভারতীয় ক্রিকেটের, ক্যান্সার এর মত ভয়াবহ রোগের সাথে লড়াই করে মাঠে ফিরেছেন যুবরাজ সিং।
এমন অসংখ্য ব্যাক্তিদের আমরা চিনি।
কিন্তু শুধু চিনলে তো হবে না। আমাদের নিজেদের ফিক্সড মাইন্ডসেট থেকে বের গ্রোথ মাইন্ডসেট উন্নত করতে হবে।
Growth mindset শুধু মাত্র একটি চিন্তাশীল মানসিকতা না, এটি একটি দক্ষতা যা নিয়মিত অনুশীলন করে যেতে হয়।
যেমন কোন ভবনে ৫ম তলায় উঠতে আপনার একটি একটি করে প্রতিটি তালায় উঠতে হবে ঠিক একই ভাবে, গ্রোথ মাইন্ডসেট ডেভলপ করার জন্য সর্বক্ষন অনুশীলন করতে হবে।
ফিক্সড মাইন্ডসেট থেকে গ্রোথ মাইন্ডসেট ডেভলপ করার জন্য, আমাদের নিজেদের
কম্ফোর্ট জোন থেকে বের হতে এবং সমস্যা গুলো কে চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। ধরুন আপনি ঘুম থেকে ভোরে উঠতে পারেন না, আপনি আজকে থেকে মাইন্ড সেট করুন যে আজ প্রতিদিন আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠবেন। এবং প্রতিদিন এই প্রাক্টিস আপনাকে আপনার সময় মত উঠতে সহায়তা করবে।
ইংরেজি তে প্রবাদ আছে, "We win or Learn but we never lose. আমাদের ব্যার্থতা আমাদের ভবিষ্যৎ পথ প্রদশক। তাই হেরে গিয়ে হতাশ না হয়ে, কোথায় ভুল হয়েছে খুজে বের করুন এবং সেই সমাধান করে আবার রেস এ আসুন। যেমন ফিক্সড মাইন্ডসেট কোম্পানি নোকিয়া আবার মার্কেটে ফিরে এসেছে, এবং এই কন্টেন্ট লিখছি এখন একটা নোকিয়ার এন্ড্রয়েড ফোনে, সো রেসে পিছিয়ে আছে কিন্তু রেস এর বাইরে না। তাই নিজের ভুল গুলো থেকে শিখুন এবং আবার পূর্ণ উদ্দীপনায় শুরু করুন।
একবার না পাড়িলে দেখ শতবার, ছোট বেলায় পড়া শেখার সময় এই প্রবাদ শুনে নি এমন কম শিক্ষার্থী আছে হয়ত। কোন একটি বিষয় আপনি একভাবে নিতে পারছেন না ভিন্ন ভাবে চেষ্টা করুন
ধরে নেই ইংরেজি নিয়ে অসুবিধা, এত বছর একাডেমিক পড়াশোনা করে ইংরেজি বলতে লিখতে পারি না। তাই বলে ইংরেজি শেখা ছেড়ে দেয়া যাবে? মোটেও না, নুতুন নুতুন পদ্ধতিতে শেখার চেষ্টা করে যেতে হবে। ইংরেজি পত্রিকা পড়তে পারেন, ইংরেজি বই, কিংবা সিনেমা দিয়ে চেষ্টা করতে। এবং সোস্যাল মিডিয়ার অনেক কমিউনিটি আছে এখানে চেষ্টা করতে পারেন। তাও না হলে অনলাইন অনেক ইজি মেথড ইংরেজি শেখায় এমন মেন্টর আছে তাদের হেল্প নিতে পারেন। কিন্তু শেখার ইচ্ছা এবং চেষ্টা চালিয়ে যেতে হবে।
এমন আরো অনেক পদ্ধতি আছে যা আমাদের গ্রোথ মাইন্ডসেট ডেভলপ করতে সহায়তা করবে। কিন্তু যেটা ভুললে একদমই হবে না, তা হল নিয়মিত এর চর্চা করা।
এমন কি সমস্যা আছে যা আপনি এখনো সমধান করতে পারছেন না, এবং সেই সমস্যা সমাধান এর কি পদক্ষেপ নিলেন?
অবশ্যই আমাকে জানাবেন, যেন আমিও আপনাদের থেকে শিখতে পারি।